ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম দিনে ‘সিম্বা’র আয় কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
প্রথম দিনে ‘সিম্বা’র আয় কত? 'সিম্বা'র দৃশ্যে রণবীর-সারা

বছরের শেষ সপ্তাহে মুক্তি পেলো প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘সিম্বা’। রোহিত শেটি পরিচালিত সিনেমাটিতে রণবীর সিং’র বিপরীত অভিনয় করেছেন সারা আলী খান।

সিনেমাটি প্রথম দিন বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। একদিনে সিনেমাটি ঘরে তুলেছে ২০ কোটি ২৭ লাখ রুপি।

এরমধ্য শুধু মুম্বাই থেকেই ‘সিম্বা’র আয় ১২ কোটি রুপি।

সিনেমা সমালোচকরা আশা করছেন ইংরেজি নববর্ষ উপলক্ষে সপ্তাহ জুড়ে রোহিত শেটির সিনেমাটি বক্স অফিসে রাজত্ব করবে। ৩-৪ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে সিনেমাটি প্রবেশ করবে বলে ধারণা তাদের।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ‘সিম্বা’ মুক্তি পেয়েছে। সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। সারা অভিনয় করেছেন তার প্রেমিকার চরিত্রে। অতিথি চরিত্রে আছেন অজয় দেবগণ।

এদিকে চলতি বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাইফকন্যা সারার। ‘সিম্বা’ তার দ্বিতীয় সিনেমা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।