টুইটারে সৃজিত খাবারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।
শ্বশুরবাড়ির দারুণ এই আপ্যায়নে সৃজিতের সঙ্গী হয়েছেন ভায়রা ভাই ইরেশ যাকেরও। সৃজিত আর ছোট বোন জাকিয়া রশিদ মিমের জীবনসঙ্গী ইরেশ জাকেরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন ‘মোরা দুজন রাজার জামাই’
আরেকটি পোস্টে লাল সিল্কের শাড়ি পড়া নিজের একক ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন কবিগুরুর চরণ-
‘জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর—
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। ’
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ওএফবি