ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পকলার মঞ্চে পদাতিকের ‘কাল রাত্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
শিল্পকলার মঞ্চে পদাতিকের ‘কাল রাত্রি’ শিল্পকলার মঞ্চে পদাতিকের ‘কাল রাত্রি

পদাতিক নাট্য সংসদের অন্যতম প্রযোজনা ‘কাল রাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ। নির্দেশনায় ওয়াহিদুল ইসলাম। এটি পদাতিক নাট্য সংসদের ৩৮তম প্রযোজনা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটক।  

১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাত্রিকে কেন্দ্র করে এই নাটকের গল্প দাঁড় করানো হয়েছে।

অসহযোগ আন্দোলন, ছাত্র রাজনীতির সংশ্লিতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দেশ স্বাধীন করার যে তাড়না, তা এই নাটকে উপজীব্য করা হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, আকলিমা পুষ্প, জিনিয়া আজাদ, চমক তারা, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, স্বরুপ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, অর্ণব, সুমন, জবা, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা ও জেনিতা রহমান হিয়া।

২০১৫ সালে ৬ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

বাংলাদেশ সময়: ১৪০৪ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।