ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিটিভিতে মাসব্যাপী ‘একুশ আমার অহংকার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বিটিভিতে মাসব্যাপী ‘একুশ আমার অহংকার’ বিটিভিতে মাসব্যাপী ‘একুশ আমার অহংকার’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক সাদিকুল ইসলাস নিয়োগী পন্নীর গ্রন্থনা ও প্রযোজনায় ভাষার মাস উপলক্ষে ধারণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘একুশ আমার অহংকার’। 

দেশের গান, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও একুশের কবিতা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানের পর্বগুলো। অনুষ্ঠানের উপস্থাপনায় সাংবাদিক কামরুল হাসান বাদলের মতো সিনিয়র উপস্থাপকদের পাশাপাশি তরুণ উপস্থাপক হিসেবে মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, ফারহীন মাহমুদ খান ও শারমিন মুস্তারী নাজুসহ অনেকে থাকছেন।

 

অনুষ্ঠান তত্ত্বাবধানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন। কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন রাত সাড়ে ৭টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।