ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিটিভির ‘গান আলাপন’-এ শুভ্র দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, ফেব্রুয়ারি ১৫, ২০২১
বিটিভির ‘গান আলাপন’-এ শুভ্র দেব শুভ্রদেব ও ইকবাল খন্দকার

বিটিভির সংগীতবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় শিল্পীরা।

 

তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নন্দিত সংগীতশিল্পী শুভ্র দেব। তিনি কথা বলেছেন নিজের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। আর তার আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।  

শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’-এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২৫ মিনিটে।  

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘বাংলা গানকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি বরাবরের মতো এই পর্বটিও দর্শক উপভোগ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।