ধীর ধীরে সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। অক্সিজেন সহায়তা ছাড়াই বর্তমানে শ্বাস নিতে পারছেন তিনি।
শনিবার (৩ জুলাই) বিকেলে হাসপাতালের বেডে বসে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে এমনটাই জানালেন কবীর সুমন নিজেই।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কলকাতার এস এস কে এম থেকে। অক্সিজেন সহযোগিতা ছাড়াই। রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকা-সেবকবৃন্দ এবং কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও ভালোবাসা। ক্রমশ সেরে উঠছি। সকলে ভালো থাকুন। শান্তি!’
এর আগে বৃহস্পতিবার (০১ জুলাই) এক ফেসবুক লাইভে এসে শিল্পী জানান, তার গলা ব্যথা, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলেও এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে ধন্যবাদ জানান।
গত ২৮ জুন গুরুতর অসুস্থ অবস্থায় কবীর সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে করোনা আক্রান্ত সন্দেহ করা হলেও কয়েক দফায় টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাকে সাধারণ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
জেআইএম