ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

চোরের ‘যোগ্য শিষ্য’ হওয়ার চেষ্টা! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
চোরের ‘যোগ্য শিষ্য’ হওয়ার চেষ্টা!  ‘যোগ্য শিষ্য’র একটি দৃশ্য

এক চোর ও তার পাঁচ শিষ্যকে নিয়ে নির্মিত হয়েছে মিনি টিভি সিরিজ ‘যোগ্য শিষ্য’। জাকির হোসেন উজ্জ্বলের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সবুজ খান।

 

৬ পর্বের এই নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আফফান মিতুল।  

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে দর্শকরা সিরিয়াস চরিত্রে বা রোমান্টিক চরিত্রে এতোদিন দেখেছেন, এবার দেখতে পারবে আপাদমস্তক কমেডি চরিত্রে। এর আগে এমন চরিত্রে কখনো অভিনয় করিনি। ’

এর গল্প এগিয়েছে এক চোর ও তার ৫ শিষ্যকে ঘিরে। চোরের ওস্তাদের একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় ৫ শিষ্যই! তখন ওস্তাদ শর্ত দেয়, যে রাতে চুরি করে সবচেয়ে বেশি মালামাল, টাকা পয়সা, সোনাদানা তাকে দেবে; তার হাতেই তিনি মেয়েকে তুলে দেবেন।  

আফফান মিতুল ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, হেদায়েত নান্নু, সেলজুক ও তরুণ। ওস্তাদের চরিত্রে ইকবাল হোসেন এবং তার একমাত্র মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার এবং তারিক স্বপন।  

শনিবার (২৭ আগস্ট) রাত ১১টা থেকে চ্যানেল নাইনে নাটকটির প্রচার শুরু হয়েছে। চলবে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।