সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দ্রাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
বর্তমানে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এ দক্ষিণী তারকাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, সাই কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো গুরুতর আঘাত লাগেনি। তার হাড় ভেঙেছে। আগামী ২৪ ঘণ্টা সাইকে পর্যবেক্ষণে রাখা হবে।
জানা যায়, গতি বেশি থাকায় মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সাই। এতে মাথা ও বুকে আঘাত পান তিনি। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা। অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় পুলিশের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাত্রাতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন অভিনেতা। রাস্তায় কাদা থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি।
সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণের মতো নামজাদা দক্ষিণী তারকারা। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে সাইয়ের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
সম্প্রতি সাই নির্মাতা দেব কাট্টা পরিচালিত ‘রিপাবলিক’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, জগপতি বাবু, রাম্য কৃষ্ণনসহ অনেকে। সবকিছু ঠিকঠাক চললে আসছে ১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএটি