ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

শুটিং সেটে অসুস্থ অভিনেতা সিদ্দিক, যাচ্ছেন ভারতে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, নভেম্বর ২৩, ২০২১
শুটিং সেটে অসুস্থ অভিনেতা সিদ্দিক, যাচ্ছেন ভারতে 

ঢাকা: হিমু আকরাম পরিচালিত ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের শুটিং সেটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সেখান থেকে তাকে যেতে হয় হাসপাতালে।

 

ঘটনাটি ঘটে গত ১২ নভেম্বর। এরপর কিছুটা সুস্থ হয়ে ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি।  

সিদ্দিক বলেন, সবকিছু ঠিক থাকলে পরশু ভারতে যাব। ডাক্তাররা বলেছেন, আমার হার্টের পরীক্ষা করানো দরকার। ভারতের বড় একজন হার্টের ডাক্তারকেই হার্ট দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষা-নিরীক্ষাগুলো সেখানেই করাব।  

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, দর্শক-ভক্ত সবার কাছে দোয়া চাই। চিকিৎসা শেষে ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেব। আশা করি, বড় কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।