অবশেষে সকল বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। করোনার আবহে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছে।
সঞ্জয়লীলা বানসালী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। প্রথমবারের মতো এই নির্মাতার সঙ্গে কাজ করলেন ‘রাজি’খ্যাত অভিনেত্রী।
শুক্রবার মুক্তির দিনই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ দর্শকের দারুণ সাড়া পেয়েছে। বক্স অফিস ইন্ডিয়া ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিন সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৫০ লাখ রুপি। সবচেয়ে ভালো ব্যবসা করেছে মুম্বাই সংলগ্ন এলাকাগুলোতে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন আয় আরো বেড়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ৩০ শতাংশ বেড়ে সিনেমাটি ঘরে তুলে নিয়েছে ১৩ কোটি রুপি! যা করোনা আবহে বেশ ভালো ব্যবসা।
দুই দিনে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র আয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৫০ লাখ রুপিতে। বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সপ্তাহ জুড়ে আলিয়ার সিনেমাটি ৪০ কোটি আয়ের পূর্বাভাস দিয়েছেন।
কামাথিপুরায় ভারতের অন্যতম বৃহৎ যৌনপল্লী গড়ে তুলেছিলেন গাঙ্গুবাই। তার কথা ছাড়া সেখানে যেমন সূর্যের উদয় হত না, তেমনি সেখানে পাখি ডাকতে গেলেও অনুমতি নিতে হত! কামাথিপুরাকে হাতিয়ার করেই গাঙ্গুবাই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন, সেই সত্য ঘটনাই তুলে ধরা হয়েছে বানসালীর নতুন সিনেমাটিতে। এতে গাঙ্গুবাই হয়েছেন আলিয়া।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
জেআইএম