ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে রাজি হচ্ছে না পরিবার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, জুলাই ৭, ২০২২
বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে রাজি হচ্ছে না পরিবার! মারজুক রাসেল ও চাষী আলম

টিংকু তার রুমের দরজা বন্ধ করে ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে দড়ি বেধে সুইসাইড করতে যাবে! কারণ তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তার বিয়ে দিতে রাজি হচ্ছেন না তার বাবা-মা।

সবাই টিংকুকে বুঝিয়ে সুইসাইড থেকে ফেরাবেন। তারপর চলবে বিয়ের নিয়ে মিটিং। এরপর কী হবে, তা জানা যাবে ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম ‘বিয়ে’তে।  

সিফাত হোসেনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। এতে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও চাষী আলম। এছাড়া আরো রয়েছেন অভিনেতা অনিক ও অভিনেত্রী হিমিসহ অনেকে।

নির্মাতা জানান, ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।