ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

প্রয়াণ দিবসে শিল্পকলায় ভূপেন হাজারিকাকে স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
প্রয়াণ দিবসে শিল্পকলায় ভূপেন হাজারিকাকে স্মরণ

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবস শনিবার (০৫ নভেম্বর)। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভূপেন হাজারিকা স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।  

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। সমবেত নৃত্য ‘আজ জীবন খুঁজে পাবি’ এবং ‘সাঁজিয়ে দু'পাটি মাথার খোপাটি’ পরিবেশন করে একাডেমির নৃত্যদল।  

একক সঙ্গীত ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘দোলা হে দোলা’, ‘দিল হুম হুম করে’, ‘উই আর অন দ্য সেইম বোট ব্রাদার’ পরিবেশন করেন ভারতের আসাম থেকে আগত শিল্পী ময়ূখ হাজারিকা। একক সঙ্গীত ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ ও ‘আমি এক যাযাবর’ পরিবেশন করেন শিল্পী মিসমি বোস।  

একক সঙ্গীত ‘মানুষ মানুষের জন্য’ পরিবেশন করেন ড. মাঈনু দেবী, ‘তুমি নতুন পুরুষ, তুমি নতুন নারী’ এবং ‘হৃদয়ের ব্যথা বিরহের কথা’ পরিবেশন করেন শিল্পী গীতাঞ্জলি কাকতি, ‘রঙিলা বাঁশিতে’ পরিবেশন করেন শিল্পী দ্বিপশিখা ভরালি।

বাংলাদেশী শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে শিল্পী লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী এবং দিলবাহার খান।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।