ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নীলফামারীতে চিকিৎসার পর আকাশে মুক্ত চিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
নীলফামারীতে চিকিৎসার পর আকাশে মুক্ত চিল

নীলফামারী: চিকিৎসা দিয়ে মুক্ত আকাশে ছাড়া হয়েছে লোকালয় থেকে উদ্ধার করা একটি চিলকে।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিনের উপস্থিতিতে পাখিটিকে ছেড়ে দেওয়া হয়।

এসময় সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।  

এর দুদিন আগে সন্ধ্যায় স্থানীয়দের দেওয়ার খবরের ভিত্তিতে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা থেকে কিছুটা অসুস্থ চিলটিকে উদ্ধার করে আনা হয়।  

সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, চিলটিকে দুদিন চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর সেটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।