ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে দূষিত মিরপুরে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে দূষিত মিরপুরে ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। পৌষের শীতের চাদরে আবৃত নগরে আজ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আর রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচকে বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকার বাতাসের এমন চিত্র উঠে এসেছে।

সূচক অনুসারে, উল্লিখিত সময়ে ঢাকার বাতাসের স্কোর (একিউআই) ছিল ১৮৪। এদিন যথাক্রমে ৩৮৯ ও ৩৮৩ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। দুই শহরেরই বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে।

এদিন ঢাকার ‘অস্বাস্থ্যকর’ বায়ুর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস দেখা গেছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১৯৮)। এরপর ঢাকায় মার্কিন দূতাবাস এলাকা (১৯০), আগা খান একাডেমি (১৮৯), কল্যাণপুর (১৮৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৮৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (১৮২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (১৮২), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৭৮), গোড়ান (১৭৬), গুলশান লেক পার্কের (১৭৫) বায়ু দূষণে সামনের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।  

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।