ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

না’ঞ্জে ডাইং কারখানাকে ১১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইটিপি ব্যতীত বর্জ্য নদীতে নিষ্কাশন করে পরিবেশ দূষণের অভিযোগে ‘এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড’ নামে একটি ডাইং কারখানাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে কারখানায় মালিককে তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

এসময় কারখানাটিতে ইটিপি নির্মিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১ লাখ ৮৩ হাজার ৪০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লার বিসিক শিল্প নগরীতে এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড নামে একটি কারখানা পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও গ্রহণ ব্যতীত এবং কারখানা থেকে সৃষ্ট তরল বর্জ্য ক্লোরোফর্ম পরিশোধন ছাড়াই ধলেশ্বরী নদীতে নিষ্কাশন করে আসছিলো। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর কারখানাটি পরিদর্শন করে দূষণের সত্যতা পেয়েছে।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে জরিমানার শুনানিতে অংশ নিয়ে কারখানার পক্ষে উপস্থিত প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
টিএইচ/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।