ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মেহেরপুরে বিরল প্রজাতির ২ বাঘডাসা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মেহেরপুরে বিরল প্রজাতির ২ বাঘডাসা আটক মেহেরপুরে বাঘডাসা আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়া থেকে বিরল প্রজাতির দু’টি বাঘডাসা আটক করা হয়েছে। রোববার (৩০ জুলাই) বেলা দেড়টার দিকে এলাকাবাসী বাঘডাসা দু’টি আটক করে।

জানা যায়, দুপুরে গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের সিনেমা হল পাড়ার লোকালয়ে ঝোপ-ঝাড় পরিষ্কার করছিলেন মেয়র আশরাফুল ইসলাম ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় ওই ঝোপ থেকে দু’টো বাঘডাসা বেরিয়ে এলে তাদের আটক করে এলাকাবাসী।

মেয়র আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঝোপ-ঝাড় পরিষ্কার করার সময় হঠাৎ করে বাঘডাসা দু’টো ঝোপ থেকে বেরিয়ে আসে। বাঘডাসা দু’টো অক্ষত অবস্থায় আটক করে পৌরসভায় খাঁচায় ভরে রাখা হয়েছে। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই বাঘডাসাগুলো তাদের কাছে দিয়ে দেয়া হবে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বাঘডাসা দু’টো দেখতে পৌরবাসী ভীড় জমায় গাংনী পৌরসভা কার্যালয়ের সামনে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।