ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়েন্দা বাজারের পাশের একটি খাল সংলগ্ন মেসার্স ফাতেমা হার্ডওয়ার নামের দোকানের পেছন থেকে অজগরটি উদ্ধার করা হয়।

হার্ডওয়ারের মালিক মো. ফেরদৌস আকন বাংলানিউজকে জানান, বিকেলে দোকানের পেছনে শ্রমিকরা মাটি কাটার সময় সাপটি দেখতে পায়।

পরে সাপটিকে ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে শ্রমিকরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাইফুল বারি বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় সুন্দরবনের বগী বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।