ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মহেশখালীর লোকালয় থেকে অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ১২, ২০১৮
মহেশখালীর লোকালয় থেকে অজগর উদ্ধার উদ্ধার হওয়া অজগর

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী দ্বীপের লোকালয় থেকে বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

শনিবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় সাপটি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত আলী রাজার ছেলে মোস্তাকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাড়ির গৃহকর্তা মোস্তাক বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে সাপটি পাহাড় থেকে লোকালয়ে প্রবেশ করে।

এরপর ক্ষুধা মেটাতে বিভিন্ন বাড়ি থেকে হাস-মুরগি খাচ্ছিল। শনিবার দুপুরে আমার বাড়িতে ঢুকলে জনগণের সহায়তায় বন্দি করি। পরে বনবিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, একটি অজগর সাপ জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। সাপটিকে গহীন বনে অবমুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১২, ২০১৮
টিটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।