ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

যমুনায় ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
যমুনায় ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল ঘড়িয়াল ছানা। ছবি: বাংলানিউজ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ঘড়িয়ালের ছানা। 

শিবালয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম রেজ্জাকুল হায়দার অবশ্য এটিকে ঘড়িয়ালের ছানা বলে দাবি করেছেন।  

ইতোমধ্যে ঢাকা চিড়িয়ানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

সাড়ে চার ফুট লম্বা এ ঘড়িয়ালটিকে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

রেজ্জাকুল হায়দার বলেন, মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে নদীতে মাছ ধরতে গেলে উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের আবুল কালামের ফাঁস জালে ওই ঘড়িয়ালের ছানাটি ধরা পড়ে। পরে এটিকে দক্ষিণ তেওতা গ্রামের মৃত আব্দুল হাই চেয়ারম্যানের বাড়ির আঙিনায় মাটি খনন করে সেখানে পলিথিন বিছিয়ে তার উপর পানি দিয়ে ওই ছানাটিকে রাখা হয়।

খবর পেয়ে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা সেখানে গিয়ে ওই প্রাণীটিকে শনাক্ত করে এবং তা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।