শনিবার (১১ মে) সকালে উপজেলার চর গজারিয়া এলাকার মেঘনা নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়। দুপুরে উদ্ধার হওয়া হরিণটি বন-কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বাংলানিউজকে বলেন, নোয়াখালী হাতিয়ার নিঝুপ দ্বীপ থেকে হরিণটি জোয়ারে ভেসে আসে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে বন-কর্মকর্তার কাছে হরিণটি হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী বন বিভাগের মাধ্যমে হরিণটি নিঝুম দ্বীপে নিয়ে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসআর/আরআইএস/