ঢাকা: টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন এই মানববন্ধন আয়োজন করে।
মাহবুবর রহমান বলেন, ‘মানবাধিকার নিয়ে সারা বিশ্ব আজ সোচ্চার। কিন্তু দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তি প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে। এ সবের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ’
ভারতের বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি নির্মাণ হলে ভারতের বেশ কয়েকটি অঙ্গ রাজ্য ও বাংলাদের বৃহৎ একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে। এখানের জীব বৈচিত্র্য, নদীর নাব্যতা, কৃষি ব্যবস্থা, নৌচলাচল, মৎস্যসম্পদ, পশু-পাখি সর্বোপরি প্রাকৃতিক ভারসাম্য চরমভাবে নষ্ট হবে। সুতরাং ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করবে। ’
মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, ইঞ্জিনিয়ার মোস্তাফা আলী মুকুল এমপি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১