শুক্রবার (২৩ আগস্ট) আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা বস্তি থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, শুক্রবার আশংকাজনক অবস্থায় একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এই লজ্জাবতী বানরটি হয়তো এক গাছ থেকে নেমে অন্যগাছে যেতে চেয়েছিল। তখনই কুকুর তাকে ধরে কামড়ে ক্ষত-বিক্ষত করে।
আরও একটি আহত লজ্জাবতী বানর রয়েছে। এ নিয়ে অসুস্থ লজ্জাবতী বানর হলো ২টি। বানরগুলো সুস্থ হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, লজ্জাবতী বানরের ইংরেজি নাম Bengal Slow Loris এবং বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। মাথাসহ এর দেহ ৩৩ সেন্টিমিটার লম্বা এবং ওজন প্রায় ১ দশমিক ২ কেজি। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর ‘লাল তালিকা’ অনুযায়ী এটি একটি সংকটাপন্ন প্রাণী।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
বিবিবি/এইচএডি