ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়ায় ৩ বন্যপ্রাণী অবমুক্ত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
লাউয়াছড়ায় ৩ বন্যপ্রাণী অবমুক্ত শঙ্খিনী সাপ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।  

প্রাণীগুলো- একটি শঙ্খিনী সাপ (Banded krait) এবং দুটি বনবিড়াল (Jungle Cat)।  ওই প্রাণীগুলো অবমুক্ত করেন শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কমকর্তা মোতালেব হোসেন ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।  

সজল দেব বাংলানিউজকে বলেন, বরাবরের মতো এ প্রাণীগুলো আহতাবস্থায় উদ্ধারের পর আমরা কিছুদিন সেবাশুশ্রুষা করে তারপর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।