ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কিশোরগঞ্জে ৭টি তক্ষকসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
কিশোরগঞ্জে ৭টি তক্ষকসহ পাচারকারী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সাতটি তক্ষকসহ মো. খোরশেদ আলম (৩৪) নামে এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (০৩ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 খোরশেদ আলম (৩৪) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাতটি তক্ষক জব্দ করা হয়।

আটক খোরশেদ আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তক্ষকগুলো তিনি সিলেট জেলার শায়েস্তাগঞ্জ থেকে সংগ্রহ করতেন। তক্ষকগুলো ২০ হাজার টাকায় কিনে প্রতিটি ৪ লাখ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশে সংগ্রহ করেন।

তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১     
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।