ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় কুকুরের আক্রমণে প্রাণ গেল হরিণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মে ২৪, ২০২১
শরণখোলায় কুকুরের আক্রমণে প্রাণ গেল হরিণের

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে কুকুরের আক্রমণে থেকে একটি হরিণের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৪ মে) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর এলাকার পুলিশ ফাঁড়ির পাশের একটি মাঠে হরিণটি ঢুকে পড়ে।

এসময় স্থানীয় কয়েকটি কুকুরের আক্রমণে মারা যায় হরিণটি। খবর পেয়ে হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন বাংলানিউজকে জানান, গ্রামবাসীরা হরিণটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে বন-বিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের কর্মকর্তারা এসে হরিণটির মরদেহ উদ্ধার করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, পথভুলে একটি হরিণ লোকালয়ে চলে আসে। এসময় স্থানীয় ১০-১২টি কুকুর হরিণটিকে আক্রমণ করে। এতে হরিণটি মারা যায়। মারা যাওয়া হরিণটির ওজন প্রায় ২০ কেজির মতো। হরিণের মরদেহটি ধানসাগর স্টেশন সংলগ্ন বনে মাটি চাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৬০ ঘণ্টা, মে ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।