নীলফামারী: খাদ্য সংকটে পড়ে লোকালয়ে চলে এসেছে জঙ্গলের বানর।
শুক্রবার (১৮ জুন) নীলফামারীর সৈয়দপুরের চৌমহনী ও পার্বতীপুরের বেলাইচন্ডিতে এসব বানরের দেখা মিলেছে।
এলাকাবাসী জানায়, হঠাৎ বানর দেখে তারা হতবাক হয়েছেন। এলাকাবাসী এসব বানরকে খাবার দিচ্ছেন, কেউ ভয়ে তাড়িয়ে দিচ্ছেন। বানরগুলো দ্রুত স্থান ত্যাগ করছে বলে জানান তারা।
পরিবেশ ও পশু-পাখি নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, মুলত খাদ্য সংকটে এসব বানর লোকালয়ে চলে এসেছে। যেসব এলাকায় এসব বানরের দেখা মিলছে সেসব এলাকায় আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। যাতে প্রাণিগুলোর কোনো ক্ষতি না হয়।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২১
কেএআর