ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লোকালয়ে পালিয়ে এলো বাঘের আক্রমণে আহত হরিণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
লোকালয়ে পালিয়ে এলো বাঘের আক্রমণে আহত হরিণ

বাগেরহাট: সুন্দরবনে বাঘের আক্রমণে আহত একটি হরিণ লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলার ঘাগড়ামারী এলাকা থেকে বনরক্ষীরা হরিণটি উদ্ধার করেন।

এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুরে হরিণটিকে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে আহত অবস্থায় একটি পূর্ণ বয়স্ক মায়া হরিণ উদ্ধার করা হয়। উদ্ধারের পর আমরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। নিবিড় পর্যবেক্ষণ শেষে হরিণটিকে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের পাশে বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করছি, পাঁচ থেকে ছয়দিন আগে বাঘের আক্রমণের শিকার হয়েছিল হরিণটি। হরিণের গায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।