ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিক্রির জন্য রাখা হয়েছিল ৫৫টি সন্ধি কচ্ছপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিক্রির জন্য রাখা হয়েছিল ৫৫টি সন্ধি কচ্ছপ 

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বিরল সন্ধি প্রজাতির ৫৫টি কচ্ছপসহ মো. তৌহিদ সরদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।  

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল বুধবার (০৮ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকা থেকে তৌহিদকে আটক করে।

এসময় বিক্রির জন্য সংরক্ষণ করা মিঠাপানির সন্ধি প্রজাতির ৫৫টি কচ্ছপ উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত কচ্ছপগুলো পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।