ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় তক্ষকসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
পাথরঘাটায় তক্ষকসহ আটক ২ আটক দুইজন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন থেকে তক্ষকসহ দু’জনকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রাম থেকে বাঁশতলা নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আ. আজিজের ছেলে রিয়াজুল ইসলাম (৪৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে গোলবুনিয়া গ্রামের আ. গফুর হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (৫০)।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে বাঁশতলা নতুন বাজার এলাকা থেকে একটি তক্ষকসহ ওই দু’জনকে আটক করা হয়। আটকদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।