মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি গন্ধগোকুল (Asian Palm Civet) ও একটি বানর (Rhesus Macaque) অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ দুটি প্রাণী বনে অবমুক্ত করা হয়।
স্বপন দেব সজল জানান, গন্ধগোকুলটি মৌলভীবাজারের একটি মুরগির খামারে ঢুকে কয়েকটি মুরগির বাচ্চা মেরে ফেলে। পরে খামারের লোকজন গন্ধগোকুলটিকে ধরতে গেলে প্রাণীটি লেজে মারাত্মক আঘাত পায়। আহত গন্ধগোকুলটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দিয়ে দেওয়া হয়। সেবা ফাউন্ডেশনে ২৩ দিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে শনিবার লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
আর বানরটিকে গত ২০ জানুয়ারি ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় বলে জানান সজল।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বিবিবি/আরএ