ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

এক ছাগীর বাচ্চা হলো ৬টি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এক ছাগীর বাচ্চা হলো ৬টি!

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ছাগল ছয়টি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে মা ছাগল ও তার ছয়টি বাচ্চা সুস্থ রয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক সহড়াতলা গ্রামের স্কুলপাড়ার আমজাদ হোসেন।  

আমজাদ হোসেন জানান, এর আগে চারটা করে বাচ্চা প্রসব করেছে এই ছাগলটি। পেটে বাচ্চা আসার পর থেকেই ছাগলটির পেট অস্বাভাবিক বড় হয়ে যায়। বেশি বাচ্চা আছে বুঝতে পেরে ছাগলটিকে সেভাবে যত্ন করা হয়েছে। আজ সকালে পরপর ছয়টি বাচ্চা প্রসব করে ছাগলটি।  

এদিকে একসঙ্গে এক ছাগীর ছয়টি বাচ্চা প্রসব করায় তা দেখতে এলাকার মানুষ আমজাদ হোসেনের বাড়িতে ভিড় করছেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।