ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‌্যালি

সাতক্ষীরা: ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) শ্যামনগর উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. ওয়াছিউল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবিরসহ অনেকে।

বক্তারা বলেন, সুন্দরবন সুরক্ষিত থাকলে বাঘ সুরক্ষিত থাকবে। বাঘ সুরক্ষিত থাকলে সুন্দরবন সুরক্ষিত থাকবে। এজন্য সুন্দরবন ও বাঘ সুরক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। সুন্দরবনে চোরা শিকারিদের অপতৎপরতা রুখতে বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স দেখাতে হবে। সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষকে সুন্দরবন ও সুন্দরবনের প্রাণিকূল রক্ষায় দায়িত্বশীল আচরণের শপথ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।