ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

এক ভোল মাছের দাম এক লাখ ৯০ হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এক ভোল মাছের দাম এক লাখ ৯০ হাজার টাকা

বাগেরহাট: বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৯ কেজি ওজনের একটি ভোল মাছ। পরে মাছটি এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

শুক্রবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়ত থেকে  এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। এসময় উৎসুক লোকজন ভিড় করেন। মাছটির প্রতি কেজি মূল্য পড়েছে নয় হাজার ৭৪৩ টাকা।  

এর আগে বুধবার রাতে (১৭ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাছ ব্যবসায়ী মাসুমের ‘এফবি আলাউদ্দিন’ নামে মাছধরা ট্রলারের জেলেদের জালে ভোল মাছটি ধরা পড়ে।  

ওই ট্রলারের মাঝি জাফর বলেন, বুধবার সাগরে আবহাওয়া খারাপ থাকায় জালে তেমন ইলিশ ধরা পড়ছিল না। তীরে ফেরার আগ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় ভোল মাছটি পাই। এত বড় মাছ পেয়ে ট্রলারের সবাই খুশি হয়েছে। কারণ এ মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।  
   
ভোল মাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছটি এক লাখ ৯০ হাজার টাকায় কিনেছি। এখন এ মাছটি বরফ দিয়ে পারেরহাট নেওয়া হবে, সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি, ৫০ হাজার টাকা লাভ করতে পারব।  

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোলা মাছটি খুব  কম পাওয়া যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। আমরা শুনেছি, এ মাছের পেটের ভেতরের নাড়িভুঁড়ি দিয়ে ওষুধ তৈরি হয়। এজন্য এ মাছের দাম বেশি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।