ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ফিচার

ছুটির প্রথম দিনে ফাঁকা ঢাকার চিত্র

শাকিল আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, অক্টোবর ১, ২০২৫
ছুটির প্রথম দিনে ফাঁকা ঢাকার চিত্র ফাঁকা ঢাকার কিছু চিত্র/ছবি: শাকিল আহমেদ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১ অক্টোবর) থেকে।

আর ছুটির প্রথম দিন অর্থাৎ মহানবমীর ভোরেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে ঢাকা। দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটিতে থাকছে সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের চিরচেনা যানজটের রূপ পাল্টে গেছে। বিভিন্ন এলাকার সড়কে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ। রাস্তাগুলোতে বাস চলাচল কম দেখা গেছে।

ব্যস্ততম সড়কে দেখা গেছে কিছুটা ফাঁকা/ছবি: শাকিল আহমেদ

স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও সাধারণ যাত্রীরা জোর করেও কোনো কোনো বাসের দরজা খুলতে পারেনি।  

বহুতল ভবন

ছুটি থাকলেও দোকানপাট মার্কেট বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় যানজট দেখা গেছে। সড়কেও যানবাহন কম চলাচল করতে দেখা গেছে।

টানা বৃষ্টি হওয়ায় যাত্রাবাড়ীর কাজলা এলাকা সড়কে জমেছে পানি।

সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কম ছিল ও যাত্রাবাড়ীর কাজলা এলাকা জমেছে বৃষ্টি পানির। ওই এলাকার লোকজনকে দেখা গেছে বৃষ্টির পানি মাড়িয়ে চলাচল করতে।
 
ফাঁকা সড়ক

গুলিস্তান এলাকায় যাত্রীর অপেক্ষায় বাসগুলো।  

ব্যস্ততম মতিঝিল এলাকার চিত্র/ ছবি: শাকিল আহমেদ

ব্যস্ততম মতিঝিলে যানবাহন কম ছিল। পল্টনেও একই চিত্র দেখা যায়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে মুষলধারা বৃষ্টি শুরু।

মতিঝিল এলাকার সড়কে জমেছে বৃষ্টির পানি/ছবি: শাকিল আহমেদটানা বৃষ্টিতে মতিঝিল এলাকার সড়কে হাঁটুপানি।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।