সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১ অক্টোবর) থেকে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শহরের চিরচেনা যানজটের রূপ পাল্টে গেছে। বিভিন্ন এলাকার সড়কে বিরাজ করছে এক ধরনের শান্ত ও ফাঁকা পরিবেশ। রাস্তাগুলোতে বাস চলাচল কম দেখা গেছে।
স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও সাধারণ যাত্রীরা জোর করেও কোনো কোনো বাসের দরজা খুলতে পারেনি।
ছুটি থাকলেও দোকানপাট মার্কেট বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় যানজট দেখা গেছে। সড়কেও যানবাহন কম চলাচল করতে দেখা গেছে।
সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কম ছিল ও যাত্রাবাড়ীর কাজলা এলাকা জমেছে বৃষ্টি পানির। ওই এলাকার লোকজনকে দেখা গেছে বৃষ্টির পানি মাড়িয়ে চলাচল করতে।
গুলিস্তান এলাকায় যাত্রীর অপেক্ষায় বাসগুলো।
ব্যস্ততম মতিঝিলে যানবাহন কম ছিল। পল্টনেও একই চিত্র দেখা যায়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে মুষলধারা বৃষ্টি শুরু।
টানা বৃষ্টিতে মতিঝিল এলাকার সড়কে হাঁটুপানি।
এএটি