ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফিচার

ইতালির ভেনিস এখন চীনে!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, নভেম্বর ১৪, ২০১৫
ইতালির ভেনিস এখন চীনে!

ঢাকা: দ্বিতীয় মহাপ্রাচীরের পর চীনে এবার তৈরি হলো ইতালির ভেনিস শহরের রেপ্লিকা। উত্তর-পূর্ব চীনের লিয়াওডং প্রদেশের বন্দর ও জাহাজ নির্মাণ কেন্দ্র ডালিয়ানে সম্প্রতি ভেনিস শহরের অনুরূপ সংস্করণটি জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।



ডালিয়াননিউজ.কম এর দেওয়া তথ্য অনুযায়ী, পর্যটক আকর্ষণের জন্য উন্মোচিত উচ্চাভিলাষী এ নির্মাণ প্রকল্পটি পাশ্চাত্যের বিখ্যাত ইতালিয়ান শহর ভেনিসের অনুরূপ।

চার কিলোমিটার জুড়ে বয়ে যাওয়া কৃত্রিম খাল ও দু’ধারে দাঁড়িয়ে থাকা ইউরোপিয়ান স্টাইলের দালানগুলো আপনাকে বুঝতেই দেবে না এটি সত্যিকারের ভেনিস নয়।
রেপ্লিকা ভেনিসের উদ্বোধনী অনুষ্ঠানটিও ছিলো বিশ্ব-বিখ্যাত ভেনিস কার্নিভালের অনুরূপ। ওইদিন রঙিন মাস্ক পরে অংশগ্রহণকারীরা পর্যটকদের বিনোদন দেয়।


চার লাখ বর্গফুট জুড়ে নির্মিত ইতালির পানির শহরের রেপ্লিকা নির্মাণে খরচ হয়েছে মোট আটশো ১৭ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা। |


ডালিয়ানের পর্যটনকে শক্তিশালী করতে অনুরূপ ভেনিস শহর নির্মাণ করেছে চাইনিজ থিম পার্ক অপারেটর হেইচাং হোল্ডিংস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।