ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ফিচার

কানপুরে জোড়া শিশুর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
কানপুরে জোড়া শিশুর জন্ম ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি উত্তর ভারতের কানপুরে জন্ম নিয়েছে জোড়া জমজ শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, জমজ ছেলে শিশু দু’টির বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।



সদ্যজাত এ জমজের মাথা দু’টি, তবে শরীর একটিই। ১৬ জানুয়ারি (শনিবার) আনিতা কুমার (৩০) কানপুরের সরোজ নার্সিং হোমে বাচ্চা দু’টির জন্ম দেন।

তাদের ওজন ছয় পাউন্ড নয় আউন্স। জমজ শিশু দু’টির মাথা, ঘাড় ও মেরুদণ্ড আলাদা তবে হৃদপিণ্ড, পাকস্থলি ও ফুসফুস একটি।

চিকিৎসক ঋষি রাজপুত জানান, শিশু দু’টির পক্ষে বেঁচে থাকা খুব কঠিন। তাদের হার্ট ভীষণ দুর্বল।

জমজ বাচ্চা দু’টিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আমরা তাদের পর্যবেক্ষণে রাখছি, বলেন ঋষি রাজপুত।

আনিতার স্বামী সতীশ কুমার (৩৪) জানান, তারা এখনও মানসিকভাবে বিপর্যস্ত।

তিনি বলেন, যদিও ডাক্তার বলেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব একটা নেই, তবুও আমরা আশা করছি তারা বাঁচবে।

আনিতা-সতীশ দম্পতির সদ্যজাত জমজ শিশু দু’টি ছাড়াও দু’টি মেয়ে রয়েছে বলে জানা যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।