ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা : ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা : ফ্রান্স কোচ

কাতার বিশ্বকাপ পৌঁছে গেছে এখন শেষদিকে। পেয়ে গেছে ফাইনাল খেলা দুই দলকেও।

রোববার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বুধবার রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। আগের রাতে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তরা।

এরপর বর্তমান চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম কথা বলেছেন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে অবশ্য গোল পাননি মেসি। তবে এবার তাকে নিয়ে সতর্ক ফ্রান্স কোচ।  

তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করবো মেসির হুমকির জবাব দিতে, খেলাকে প্রভাবিত করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আর্জেন্টিনাও একই ব্যাপার করবে আমার ফুটবলারদের বিপক্ষে। তারা চার বছর আগে মুখোমুখি হওয়া দলের চেয়ে এখন আলাদা। ’

মেসিকে নিয়ে দেশম আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই মেসি চমৎকার ফর্মে আছে। চার বছর পর, এখন ব্যাপারগুলো আলাদা অবশ্যই। ওই সময় সে নিজে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো, যেটা কিছুটা চমক ছিল। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে খেলে। ’

‘মেসি বল নেয়, ওটা নিয়েই দৌড়ায় আর তাকে দেখে মনে হচ্ছে দারুণ ফর্মে আছে। সে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার আর এটা মেসি দেখিয়েছে। ’

বাংলাদেশ সময় : ১০০৩ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।