ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে অনিশ্চিত জিরু-ভারানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
ফাইনালে অনিশ্চিত জিরু-ভারানে

আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের পর্দা নামবে আজ (১৮ ডিসেম্বর)। ফ্রান্সের সামনে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে আর্জেন্টিনার সামনে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। দলের সেরা তারকা লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ। আজ রাত ৯ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি ভাবাচ্ছে ফ্রান্সকে।

দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অলিভার জিরু এবং রাফায়েল ভারানে ইনজুরির জন্য অনিশ্চিত। তাদের মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। ফ্রান্সের  আক্রমণ ভাগের অন্যতম ভরসার নাম অলিভার জিরু। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন এই ফুটবলার। অন্যদিকে রক্ষণের গুরুত্বপূর্ণ সেনানী রাফায়েল ভারানে। আক্রমণ এবং রক্ষণের দুই সেরা তারকার ফাইনালে খেলা অনিশ্চিত হলে যে কোনও দলের ওপরই বাড়তি চাপ পরে।

ফ্রান্স শিবিরে কিছুদিন আগেই ভাইরাস জনিত সমস্যা হয়। সেই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারানেও। ভাইরাসের সংক্রমণ চলে গেলেও এখনও পুরোপুরি সুস্থ নন ভারানে। অনুশীলনেও ছিলেন অনুপস্থিত। তার বিকল্প নিয়েই অনুশীলন করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

এবারের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে গোলের রেকর্ড গড়েছেন জিরু। দলের অন্যতম সেরা এই স্ট্রাইকারও অনুশীলনে অনুপস্থিত ছিলেন। তার বিকল্প হিসেবে মার্কাস থুরামকে নিয়ে অনুশীলন করেছেন দেশম। এই জুটি ফাইনালে অনুপস্থিত থাকলে বড় ধাক্কাই খাবে ফ্রান্স। আক্রমণে এমবাপ্পের পথ সহজ করতে জিরু মূল ভূমিকা পালন করতেন। অন্যদিকে রক্ষণে মেসিকে ঠেকাতে রাফায়েল ভারানের কোনও বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।