নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে নিজেদের মাঠে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারছে না আফগানিস্তান। এবারই প্রথম তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে।
আন্তর্জাতিক সুযোগ-সুবিধা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনাকে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে চূড়ান্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জন্যও এক নতুন পথচলার সূচনা।
আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনে সম্মত হয়েছে।
বাফুফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচটি আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনা অবশ্য আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নতুন নয়। এর আগেও এখানে পুরুষ ও মহিলা জাতীয় দল, বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ এবং এশিয়ান ফুটবল ক্লাব টুর্নামেন্টের সফল আয়োজন করা হয়েছে।
এশিয়ান কাপ বাছাইপর্বে আফগানিস্তান এর আগে সিরিয়ার বিপক্ষে সৌদি আরবের আল-হফুফে খেলেছে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি কুয়েতের আলী আল-সালেম আল-সাবাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যা ১-১ গোলে ড্র হয়।
এআর/এমএইচএম