ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

‘বিশ্বসেরা’ মেসির অভাব বোধ করছে পিএসজি?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
‘বিশ্বসেরা’ মেসির অভাব বোধ করছে পিএসজি?

বিশ্বকাপ জেতার পর থেকে ছুটিতে আছেন লিওনেল মেসি। এখনও যোগ দেননি নিজ ক্লাবে।

তাকে ছাড়াই অবশ্য দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। প্রথমটিতে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হারে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় লঁস। এই হারের পর টেবিলে পিএসজির সঙ্গে ব্যবধানটা আরো কমিয়ে আনে তারা।

মেসি না থাকাতেই কি লিগ ওয়ানে প্রথমবারের মতো হারল পিএসজি? লঁস ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা অবশ্য আঙুল তুলছেন সেদিকেই। তার মতে, মেসির অভাব বোধ করছে ক্রিস্তফ গালতিয়েরের দল।

জয়ের পর এই আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি, তবে তারা বিশ্বের সেরা খেলোয়াড়কে মিস করছিল। মেসি সেরা, এনিয়ে কি এখনো আপনার (সাংবাদিক) সন্দেহ আছে। অদ্ভুত এক প্রশ্ন জিজ্ঞেস করলেন আমাকে। আমাদের তাকে উপভোগ করা উচিত। ’

আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচ খেলেছেন মেদিনা। কাতার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মুল দলে সুযোগ পাননি। তবে তার কথায় দ্বিমত পোষণ করলেন পিএসজি অধিনায়ক মারকিনিওস। তিনি বলেন, ‘তারা (মেসি-নেইমার) দারুণ খেলোয়াড়, মাঠে পার্থক্য গড়ে দেন। কিন্তু আমরা এরই মধ্যে তাদেরকে ছাড়া (ম্যাচ) জিতেছি। ’

পিএসজির খেলায় সমন্বয়হীনতার অভাব ছিল স্পষ্ট। সেটা স্বীকার করে মারকিনিওস বলেন, ‘আমাদের আবার দলের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করতে হবে। আমি মনে করি, লেঁস তুলনামূলক বেশি দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে, ম্যাচের প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে তারা জয়ী ছিল, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। ’

এদিকে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।