ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

এশিয়ান কাপ বাছাই

সোমবার থেকে হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, সেপ্টেম্বর ২৪, ২০২৫
সোমবার থেকে হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে সোমবার থেকে হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে আয়োজিত এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে।

টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, সাতটি প্রতিষ্ঠান টিকিটিংয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। সর্বনিম্ন দর ও সক্ষমতার ভিত্তিতে কুইকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। একসঙ্গে এক লাখ লগইন লোড নিতে পারবে প্রতিষ্ঠানটি। এমনকি কোনো বিঘ্ন ঘটলে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা বাফুফেকে প্রদান করবে এমন শর্তও মানতে রাজি হয়েছে তারা।

একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন। গ্যালারির টিকিটের দাম থাকছে আগের মতোই ৪০০ টাকা। তবে এবার ক্লাব, সাবেক ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টদের জন্য সংরক্ষিত টিকিটের সংখ্যা নির্ধারণ করবে বাফুফে নির্বাহী কমিটি।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন অনুষ্ঠিত ম্যাচে অনলাইন টিকিটিং ও মাঠে দর্শকসেবায় নানা অনিয়ম ছিল। ভোগান্তির সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাফুফে। আয়োজকরা জানিয়েছেন, এবার ইভেন্ট পার্টনার সামগ্রিক দায়িত্বে থাকবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরিকল্পনাও রয়েছে, যেন নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়।

গতবারের ইভেন্ট পার্টনার ছিল হাইভোল্টেজ। তবে এবার ইন্টার স্পিডকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে যুক্ত হচ্ছে স্পন্সরও। বাফুফে জানিয়েছে, এবারের আয়োজনে ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সর ত্রিপক্ষীয় চুক্তিতে যাবে, যাতে ফেডারেশনও লাভবান হয়।

আজকের ব্রিফিংয়ে কম্পিটিশন কমিটির কার্যপরিধি নিয়ে প্রশ্ন উঠলে সদস্য তাজওয়ার আউয়াল বলেন, “দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থাপনা আমাদের দায়িত্ব। ঘরোয়া প্রতিযোগিতা দেখাশোনা করে সংশ্লিষ্ট কমিটি। ” এ সময় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য গোলাম গাউস।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।