ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সায়েম সোবহান আনভীরের জন্মদিনে কেক কেটে উদযাপন করল শেখ রাসেল ক্রীড়া চক্র

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
সায়েম সোবহান আনভীরের জন্মদিনে কেক কেটে উদযাপন করল শেখ রাসেল ক্রীড়া চক্র

দেশের শীর্ষ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব। আজ দুপুরে ক্লাব প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক (অর্থ) ফখরুদ্দিন আহমেদ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মকর্তারা।

সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য কামনা করে ফখরুদ্দিন আহমেদ বলেছেন,'দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে উনার ভূমিকা অনেক। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। আশা করি ভবিষ্যতেও তিনি ক্রীড়াঙ্গনের উন্নতিতে কাজ করে যাবেন। শেখ রাসেল ক্রীড়া চক্র বদলে গেছে তারই নির্দেশনায়। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। '

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।