ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি

মেসি-এমবাপ্পে জুটিতে ধরাশায়ী মার্শেই। রোববার রাতের ম্যাচে মেসির পাস থেকে এমবাপ্পে গোল পেয়েছেন।

এমবাপ্পের পাসে জালে বল জড়িয়েছেন মেসি।

আর এভাবেই মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। এ জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি।  

শুধু জয়ই নয়; মেসির জন্য ম্যাচটি ছিল স্মরণীয়। মেসিভক্তদের জন্য স্মরণীয় রাত। কারণ, ম্যাচে এক গোল দিয়ে অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মেসি। যে মাইলফলকে এর আগে একমাত্র নাম লিখিয়েছেন ফুটবলের পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

তা হলো ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির।  

ম্যাচের ২৯ মিনিটে এমবাপ্পের এসিস্টে নিজের ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোলটি করেন মেসি। এরইসঙ্গে নাম লেখান রোনালদোর পাশে।

 

700 CLUB GOALS FOR LIONEL MESSI ? pic.twitter.com/uvvHtzvCxl

— GOAL (@goal) February 26, 2023

তবে এ রেকর্ডে সিআর সেভেন থেকে অনেক এগিয়ে ফুটবলের আর্জেন্টাইন জাদুকর।  

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য বলছে, ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোল করতে মেসি খেলেছেন ৮৪০ ম্যাচ, যেখানে রোনালদোর লেগেছে ৯৪৩ ম্যাচ। সে হিসেবে রোনালদোর চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।  

মেসির ৭০০ গোলের মধ্যে সিংহভাগই বার্সেলোনার হয়ে। সেটাই স্বাভাবিক। ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন কাতালানের হয়ে।

 

Messi just scored his 700th club goal. That works out at 50 goals a season for 14 years. Nuts.

— Gary Lineker ?? (@GaryLineker) February 26, 2023

পরিসংখ্যান বলেছে, মেসি বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির হয়ে ৬২ ম্যাচে।

বাংলাদেশ সময়: ০৭৫৫, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।