ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে হুমকি দিয়ে গুলি ছুড়ল দুর্বৃত্তরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
মেসিকে হুমকি দিয়ে গুলি ছুড়ল দুর্বৃত্তরা

কাতার বিশ্বকাপে শিরোপা জিতিয়ে পুরো আর্জেন্টিনাকে আনন্দের সাগরে ভাসিয়েছেন লিওনেল মেসি। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পান তারা।

 সেই আর্জেন্টিনারই কিছু লোক অপেক্ষা করছে মেসির জন্য। সেজন্য হুমকিও দিয়েছে তারা।

মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোসারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল।

হুমকিতে লেখা ছিল,  ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোসারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না। ’

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোসারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।