ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফে ক্যাম্পেই ঈদ করছেন নারী ফুটবলাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
বাফুফে ক্যাম্পেই ঈদ করছেন নারী ফুটবলাররা

বাংলাদেশের নারী ফুটবলারদের ঈদের দিন অনুশীলন ও ক্যাম্প করা নতুন কিছু নয়। গত ছয়-সাত বছরে অনেক ঈদই বাফুফে ভবনে কেটেছে নারী ফুটবলারদের।

এবারের ঈদে অ-১৭ দলের ফুটবলারা রয়েছেন বাফুফে ক্যাম্পে। করেছেন অনুশীলনও।  

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে খেলার জন্য ঈদেও ছুটি নেই রুমাদের। ক্যাম্পে থাকা ফুটবলারের জন্য ঈদের দিন ফেডারেশনের পক্ষ থেকে মিষ্টান্ন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দুপুরে নারীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।  

সাবিনা-সানজিদারা অবশ্য ঈদের ছুটি পেয়েছেন। পহেলা বৈশাখের দিনই তাদের ছুটি শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।