যুক্তরাজ্যের রাজা হিসেবে আজ শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। ধমীয় ও ব্রিটিশ কেতা মেনে বেশ জাকজমকপূর্ণভাবে রাজ্যাভিষেক হয়েছে তার।
বার্নলিকে নিয়ে রাজার খুব খুশিই হওয়ার কথা। কেননা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে ক্লাবটি। দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে এবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
এদিকে প্রিমিয়ার লিগে আজ রয়েছে পাঁচটি ম্যাচ। প্রতিটি ম্যাচের আগেই রাজার সম্মানে জাতীয় সংগীত বাজানো হবে। তবে ঝামেলা তৈরি হতে পারে অ্যানফিল্ডে অনুষ্ঠেয় লিভারপুল-ব্রেন্টফোর্ড ম্যাচে। কেননা জাতীয় সংগীতের প্রতি দুয়োধ্বনি দেওয়া লিভারপুল ভক্তদের খুব পুরোনো এক ইতিহাস। গত মৌসুমে এফএ কাপেও একই কাণ্ড করেছে তারা।
মূলত সত্তর-আশির দশকে যুক্তরাজ্যের শিল্পমুক্তকরণ অর্থনীতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয় লিভারপুল। এর জের ধরে ১৯৮১ সালে টানা ৯ দিন দাঙ্গা চলে শহরটিতে। রক্ষণশীল শাসনের সেই দশক থেকে লিভারপুলের মানুষরা নিজেদের বহিরাগত হিসেবে ভাবতে শুরু করে। হিলসবোরো ট্র্যাজেডির পর রাষ্ট্রের ভূমিকা দেখে সেই অনুভূতি আরও তীব্র হতে পারে। তাই লিভারপুল সমর্থকরা জাতীয় সংগীতকে খুব একটা শ্রদ্ধার চোখে দেখে না।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এএইচএস