ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কিংস সভাপতির ভাবনায় চ্যাম্পিয়নস লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
কিংস সভাপতির ভাবনায় চ্যাম্পিয়নস লিগ

ইতিহাস গড়ে টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এই অর্জনের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয় তখনই, যখন শুনবেন প্রথম চার মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে।

দেশের পেশাদার ফুটবল ইতিহাসে বসুন্ধরা কিংসই প্রথম টানা চার শিরোপা জয়ের কৃতিত্ব গড়লো। এমন অর্জনে স্বভাবতই উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।

সামনে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ রয়েছে বসুন্ধরা কিংসের । সেখানে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কিংসের সভাপতি।

টানা চার শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ইমরুল হাসান বলেন, ‘স্বভাবতই আমরা খুব আনন্দিত। কারণ ১৯৪৮ থেকে ঢাকা লিগ শুরু হয়েছিল সেই ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল পরপর চারবার চ্যাম্পিয়ন হলো। তাও আবার আমরা অভিষেকেই চারবার চ্যাম্পিয়ন হলাম। এই আনন্দের ভাগিদার সকলেই। সমর্থক, ক্লাবের কর্মকর্তা, বলবয় থেকে শুরু করে সকলেই এই আনন্দের ভাগিদার। খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমেই আমরা এখানে এসেছি। ’

দেশের ফুটবলে বসুন্ধরার সম্ভাব্য সবই জেতা হয়েছে। আগামীতে বসুন্ধরার পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে ইমরুল হাসান বলেন, ‘আমাদের এখনকার পরিকল্পনা হলো এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ এবং মূল পর্বে ভালো কিছু করা। বাকিটা সময় বলে দেবে। ’

এবারের লিগ চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরা কিংসকে। এই শিরোপা জয় দিয়ে সেই আক্ষেপ কমবে কি না এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, ‘আসলে খেলায় জয় পরাজয় থাকবেই। মাঝে মাঝে না হারলে জয়ের মাহাত্ম্য বোঝা যায় না। এই হারই আগামীতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে। ’

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।