ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রেকর্ড দামে রিয়াল মাদ্রিদে বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
রেকর্ড দামে রিয়াল মাদ্রিদে বেলিংহ্যাম

এপ্রিল মাসেই সম্পন্ন হয় মৌখিক চুক্তি। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার।

সেটিও এসেছে আজ। এক বিবৃতিতে আজ বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ মৌসুমে বুন্দেসলিগার সেরা ফুটবলার জুডে বেলিংহ্যাম আগামী মৌসুম থেকে খেলবেন কার্লো আনচেলত্তির দলে।

ছয় বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ইংলিশ এই মিডফিল্ডার। তাকে দলে ভেড়াতে স্প্যানিশ ক্লাবটিকে গুণতে হয়েছে ১০৩ মিলিয়ন ইউরো। এছাড়া প্রায় ৩০ মিলিয়ন বোনাসও দিতে হবে ডর্টমুন্ডকে। সবমিলিয়ে স্প্যানিশ ক্লাবটির খরচ পড়বে ১৩৩ মিলিয়ন ইউরোর মতো। প্রতি বছর রিয়াল থেকে ১০ অথবা ১২ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।

বেলিংহ্যাম এখন ইতিহাসের সবচেয়ে দামী ইংলিশ ফুটবলারদের মধ্যে দুইয়ে আছেন। ১১৭ মিলিয়ন ইউরো (১০০ মিলিয়ন পাউন্ড) নিয়ে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ। তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারের দাম ছিল ৯৩ মিলিয়ন ইউরো (৮০ মিলিয়ন পাউন্ড)।

এছাড়া সবচেয়ে দামী তরুণ ফুটবলারও এখন বেলিংহ্যাম। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম ইংলিশ এই মিডফিল্ডারের। এর আগে ১৩৪ মিলিয়ন ইউরো দিয়ে চেলসি থেকে ইডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল লস ব্লাঙ্কোসরা।  

কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেলিংহ্যাম ২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে যোগ দেন ডর্টমুন্ডে। সেখানে তিনি ক্লাব ইতিহাসের সবচেয়ে কমবয়সী অধিনায়ক হয়ে রেকর্ডও গড়েন। জার্মান ক্লাবটির হয়ে ৪২ ম্যাচ তিনি করেন ১৪ গোল। সতীর্থদের দিয়ে করান ৭টি।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।