ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইন্দোনেশিয়াকে এক গোল দিয়ে বিরতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ইন্দোনেশিয়াকে এক গোল দিয়ে বিরতিতে আর্জেন্টিনা

এশিয়া সফরে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটির প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

 

জাকার্তায় আজ স্বাগতিকদের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছে আলবিলেস্তেরা। চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজ দেশ আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন তিনি। সবমিলিয়ে প্রায় এক বছরের বেশি সময় পর তাকে ছাড়াই মাঠে আলবিসেলেস্তেরা। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন সেন্টার-ব্যাক হেরমেন পেসেলা। এর আগে ২০১৯ সালে মরক্কোর বিপক্ষে এক ম্যাচে মেসির অবর্তমানে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন তিনি।  

আজ মেসির পজিশনে তরুণ ফরোয়ার্ড ফাকুন্দো বোনানতেকে নামান স্কালোনি। স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেস। আর বাম পাশে আক্রমণের দায়িত্বে নিকোলাস গনজালেস। তবে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েও ক্ষণে ক্ষণে ইন্দোনেশিয়ার রক্ষণ কাঁপায় আর্জেন্টিনা। আক্রমণের তোড়ে একপ্রকার ছন্নছাড়া হয়ে পড়ে স্বাগতিকরা।  

আর্জেন্টিনা প্রথম বড় সুযোগ পায় ২৮তম মিনিটে। ফাকুন্দো তেড়েফুঁড়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের রক্ষণে, ড্রিবল করে গোলরক্ষককে পাশ কাটিয়ে তিনি বাঁ পায়ে শটও নেন, কিন্তু গোললাইন থেকে সেভ করেন প্রতিপক্ষের ডিফেন্ডার উইলিয়াম টিও। ফিরতি সুযোগ কাজে লাগাতে পারেননি হুলিয়ান আলভারেস। তবে মিনিট দশেক পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন পারেদেস। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বলের ছোঁয়া পাননি।

৩৯তম মিনিটে আক্রমণে উঠে আসেন মেসির জায়গায় খেলা ফাকুন্দো বোনানতে। কিন্তু তার বাঁ পায়ের শট অল্পের জন্য কাছের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৪৮তম মিনিটে প্রথমবার পরীক্ষার মুখে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে তার হাত ফাঁকি দিতে পারেননি ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড দিমাস রাজাদ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।