ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সমর্থকদের হাতে নাইজেরিয়া কোচের ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
সমর্থকদের হাতে নাইজেরিয়া কোচের ভবিষ্যৎ

জাতীয় দলের কোচের ব্যাপারে মূলত সিদ্ধান্ত নিয়ে থাকে ফেডারেশন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে নাইজেরিয়া কোচ জোসে পেসেইরোর বেলায়।

তার ভবিষ্যৎ এখন পুরোপুরি নাইজেরিয়ান সমর্থকদের হাতে। এমনটাই বলেছেন নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি ইব্রাহিম গুসাউ।

গত বছরের মে মাসে নাইজেরিয়ার ডাগআউটের দায়িত্ব নেন পেসেইরো। তার অধীনে আফ্রিকান কাপ অফ নেশনসের (আফকন) আগামী আসরে চূড়ান্ত পর্যায়ে নাম লেখায় নাইজেরিয়া। যা শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত কোচ হিসেবে থাকছেন পেসেইরো। আর কেবল ছয় দিন আছে দায়িত্ব শেষ হওয়ার।

ফেডারেশন তার সঙ্গে চুক্তি বাড়াবে কি না এই প্রসঙ্গে গুসাউ বলেন, ‘নাইজেরিয়ানদের মতামত ও ভাবনা শোনার জন্য আমাদের পরিকল্পনা আছে ভোটিংয়ের আয়োজন করার। আমরা বিদেশী ও স্থানীয় কোচদের দিয়ে চেষ্টা করেছি। হয়তোবা সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে পাইনি আমরা। আমরা সেটা জনগণের হাতেই ছেড়ে দিচ্ছি, যে পেসেইরোর সঙ্গে আমাদের চালিয়ে যাওয়া উচিত নাকি তার চলে যাওয়া উচিত। ’

আফকনের মূল পর্বে জায়গা করে নেওয়া সত্ত্বেও পেসেইরোর অধীনে নাইজেরিয়া যে খুব ভালো করছে সেটা বলার জো নেই। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর কেবল চার ম্যাচে জয়ের দেখা পেয়েছে নাইজেরিয়া, বিপরীতে হেরেছে পাঁচটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।